Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জন

আইসিটি অধিদপ্তরের সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ  বিনির্মাণ (রুপকল্প-২০২১) এর মূল উদ্দেশ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে জ্ঞান ও তথ্যপ্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা। সে লক্ষ্যে সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, মাঠ পর্যায়ে নেটওয়ার্ক কানেকটিভিটি সম্প্রসারন ও প্রয়োগ নিশ্চিতকরণ, সমন্বয় সাধন ও টেকসই উন্নয়নের জন্য গত ৩১ জুলাই, ২০১৩ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গঠন করা হয়। অধিদপ্তর লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ, সমন্বয় সাধন ও টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ইলেক্ট্রনিক পদ্ধতিতে সেবা পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে অধিদপ্তরের ৬৪টি জেলা কার্যালয় এবং ৪৮৮টি উপজেলা কার্যালয় স্থাপন করা হয়েছে। গত ০৮/০৭/২০১৫ তারিখে অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ জেলা ও উপজেলা কার্যালয়ে ২০০ জন ১ম শ্রেণীর আইসিটি কর্মকর্তাকে পদায়ন করা হয়। তন্মধ্যে ১৯৫ জন্য কর্মকর্তা যোগদান করেছেন। ২০১৫-১৬ অর্থবছরে “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর জেলায় ১ টি ভাষা শিক্ষা ল্যাবসহ ১৩ টি  শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৪ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব (কম্পিউটার ল্যাব) স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে প্রকল্পের মাধ্যমে জেলায় নতুন ৫টি রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ১টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি শেখ রাসেল ডিজিটাল ক্লাশরুম স্থাপন করা হয়েছে। এছাড়াও ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্পের মাধ্যমে নতুন আরও ৬টি ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। চলতি ২০১৮-২০১৯ প্রকল্পের মাধ্যমে নতুন আরও ৬টি ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ  চলমান রয়েছে। নাটোর জেলায় এ পর্যন্ত মোট ৩৩ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে।


ছবি

সংযুক্তি

সংযুক্তি (একাধিক)